Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কামার শিল্প
বিস্তারিত

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ০২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের দক্ষিণ হামছাদী গ্রামের পশ্চিম পাড়ার একটি ঐতিহ্য হলো কুমার শিল্প। প্রায় স্বাধীনতার পর থেকে এ পাড়ার ৫/৬টি পরিবার এই শিল্পের সাথে জড়িত। একজন শিল্পি দৈনিক প্রায় ৫০-৬০টি পাতিল তৈরি করতে পারে। তারা মাটি দিয়ে বিভিন্ন পাতিল ও খেলনা তৈরি করে রোদে শুকায়। একটু শুকানোর পর রং করে। তারপরে আগুনে পুড়ায় এবং বিক্রি করে । এ ভাবে জীবন অতিবাহিত করে এ পাড়ার শিল্পীরা।  বিভিন্ন স্থান থেকে তাদের এ শিল্প কাজ দেখতে ভিড় জমায় অনেক মানুষ। রিতিমত কুমার পাড়া একটি দর্শনীয় স্থানের পরিচিতি লাভ করেচে।