০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদ
সদর, লক্ষ্মীপুর।
বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা অত্র ০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়নের সকল জনসাধারনের বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে, জন্ম নিবন্ধন সনদের সংশোধনের মেয়াদ ৩১শে নভেম্বর ২০১৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাই যাহাদের জন্ম নিবন্ধন সনদে ভুল-ত্রুটি আছে তাহাদের অতি শ্রীগ্রই জন্ম সনদ সংশোধন করার জন্য বিশেষ অনুরোধ করা যাইতেছে। ৩১শে ডিসেম্বর ২০১৪ ইং এর পরে হাতে লেখা কোন জন্ম সনদ মূল্যায়িত হবেনা। সকলকে অনলাইন এ ডিজিটাল কার্ড সংগ্রহ করার ও অনুরোধ করা যাচ্ছে।
মীর শাহ আলম
চেয়ারম্যান
০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন
সদর, লক্ষ্মীপুর।
সংশোধনের জন্য যা প্রয়োজনঃ
১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/প্রবেশ পত্র/রেজিষ্ট্রেশন কার্ড (যে কোন ১টি) এর
ফটোকপি।
২। পাসপোর্ট এর ফটোকপি।
৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
যাহারা ইতিপূর্বে সংশোধন করে নিয়েছেন তাহাদেরকে অনলাইন ডিজিটাল কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাইতেছে।
** অপরিবর্তিত অনলাইন এর ডিজিটাল কার্ড সরবরাহে কোন চার্জ লাগবেনা। শুধুমাত্র প্রিন্টিং চার্জ মাত্র ৩০(ত্রিশ) টাকা রাখা হবে।
মাহাফুজ আলম মোহাম্মদ শাহাব উদ্দিন
পরিচালক সচিব
তথ্য ও সেবা কেন্দ্র ০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন
০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন সদর,লক্ষ্মীপুর।
সদর,লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS