Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেড়ি বাধ
স্থান

০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়নের দঃ হামছাদী গ্রাম থেকে উত্তর বাঞ্চানগর পর্যন্ত।(ইউনিয়নের আভ্যন্তরিন এলাকা)

কিভাবে যাওয়া যায়

দালাল বাজার থেকে রিক্সা বা সিএনজি করে নন্দনপুর আসতে হবে। নন্দনপুর থেকে ১ কিঃ মিটার। রিক্সা বা পয়ে হেটে যাওয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

০২ নং দক্ষিন হামছাদী ইউনিয়ন এর প্রায় পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে গেছে এ বেড়ি বাধটি। উত্তরে উত্তর হামছাদী তথা মীরগঞ্জ, রামগঞ্জ হয়ে বেকে গেছে। দক্ষিনে অত্র ইউনিয়নের বাঞ্চানগর গ্রাম কে ছেদ করে ০৩ নং দালাল বাজার ইউনিয়ন কে কেন্দ্র করে হাজীমারা ও মোল্লা হাট দিয়ে মজু চৌধুরীর হাট হয়ে মেঘনা নদীর পাশ দিয়ে বয়ে গেছে। এখানকা প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ। এখানকার বিকেলের সৌন্দর্য উপভোগ করতে ইউনিয়নের এবং বিভিন্ন স্থানের অনেক মানুষ আসেন। এই বেড়ি বাধ এ পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। যাহা বেড়ির খাল নামে পরিচিত। স্থানীয় সূত্রে বা প্রকৌশলীদের মতে এটি প্রায় মধ্য যুগের ও আগের নির্মিত। বেড়ির দুই পাশে আছে অসংখ্য গাছ। যাহা সরকারী তত্ত্বাবধানে পরিচালিত। সবমিলিয়ে এই বেড়ির বাধের প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম।