Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

ইউয়িননের অধিকাংশ লোক শিক্ষিত বিধায় এই ইউণিয়নের ভাষা অত্যন্ত মার্জনীয় এবং অধিকাংশই সাধু প্রকৃতির। কথাই বলে ব্যবহারে বংশের পরিচয়্ । এই ইউনিয়নের মানুষের সাথে কথা বললে তার কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। অতীথি আপ্যায়নে যথেস্ট মার্জনীয়। খেলা-ধুলায় আর সংস্কৃতিতে লক্ষ্মীপুর জেলার একটি অন্যতম ইউনিয়ন হিসাবে চিহিৃত। বর্তমান লক্ষ্মীপুর জেলার চ্যাম্পিয়ন, ক্রিকেট এর এক জলন্ত তারকা দল স্বাধীনতা স্পোর্টিং ক্লাব এই ইউনিয়নের ই একটি ক্রিড়া সংস্থা। সমগ্র জেলা জুড়ে এই ক্রিকেট দলের সুনাম। এইটি এখন অনেকেই জানেন যে, সংস্কৃতির আরেক নাম দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন বিভিন্ন স্থানে, স্কুল মাঠে বিভিন্ন দিবশে আয়োজিত হয় বিভিন্ন খেলা-ধুলার। গ্রাম্য সংস্কৃতি যে এখানকার এক অন্যতম নিদর্শন। চিত্তবিনোদন আর পরস্পরের ভালোবাসা নিয়েই চলে ইউনিয়ন বাসীর দৈনন্দিন দিন।