নদীর তীরে হলেও কোন নদ-নদীর শাখা ইউনিয়নকে প্রবাহিত করতে পারেনি। তবে অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রবাহিত অসংখ্য খাল রয়েছে। এসব খাল বিভিন্ন নামে পরিচিত। যেমনঃ বেড়ীর খাল, জোস্নার খাল, কোরালিয়া খাল ইত্যাদি। মীতের মৌসুমে এই সব খালে চলে যেন মাছ ধরার প্রতিযোগীতা। অনেকে আবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে খালের অনেকাংশ দখল করে মাছের চাষ করে থাকে। ছোট-বড় মিলিয়ে নাম না জানা প্রায় ৫০ টির এ বেশি খালে চিহৃ মিলে সমগ্র ইউনিয়ন ঘুরলে। বড় খাল গুলোতে বর্সায় নৌকার চন্দে চন্দে মাঝিরা গান গায় আর এপার থেকে ওপারে যায়। কেই বা আবার ধান, বিভিন্ন ফসল বাড়িতে আনার জন্য নৌকা দিয়ে এই সব খাল পারাপার হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস