লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ০২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের দক্ষিণ হামছাদী গ্রামের পশ্চিম পাড়ার একটি ঐতিহ্য হলো কুমার শিল্প। প্রায় স্বাধীনতার পর থেকে এ পাড়ার ৫/৬টি পরিবার এই শিল্পের সাথে জড়িত। একজন শিল্পি দৈনিক প্রায় ৫০-৬০টি পাতিল তৈরি করতে পারে। তারা মাটি দিয়ে বিভিন্ন পাতিল ও খেলনা তৈরি করে রোদে শুকায়। একটু শুকানোর পর রং করে। তারপরে আগুনে পুড়ায় এবং বিক্রি করে । এ ভাবে জীবন অতিবাহিত করে এ পাড়ার শিল্পীরা। বিভিন্ন স্থান থেকে তাদের এ শিল্প কাজ দেখতে ভিড় জমায় অনেক মানুষ। রিতিমত কুমার পাড়া একটি দর্শনীয় স্থানের পরিচিতি লাভ করেচে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস